সোনাতলায় নদী থেকে ভাসমান লাশ উদ্ধার

বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বগুড়ার সোনাতলা উপজেলার সদর ইউনিয়নের আড়িয়াঘাট বাঙালি নদী থেকে আজ বৃহস্পতিবার ভাসমান অবস্থায় একজন পুরুষের লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, সকাল ৯টায় ৯৯৯ নাইনে ফোন মারফত জানতে পেরে বিশ্বনাথপুর গ্রাম সংলগ্ন বাঙালি নদীর পাড়ে গিয়ে নদীতে ভাসমান লাশ দেখা যায়। এসময় উপস্থিত লোকজন এর সহযোগিতায় পানিতে ভাসমানরত অজ্ঞাতনামা এক পুরুষ (৩২) এর লাশ নদী থেকে উঠিয়ে থানায় নিয়ে আসা হয়।
থানা পুলিশের উপ-পরিদর্শক শরিফুল ইসলাম জানান, উদ্ধার করা লাশটি মনে হয় উজান থেকে ভেসে এসেছে এবং সম্ভবত মুসলিম বলে ধারণা করা হচ্ছে। তিনি আরো বলেন, হয়তোবা শ্বাসরোধে হত্যা।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিলাদুন নবী জানান, সংবাদ পেয়ে সঙীয় অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে ভাসমান এক পুরুষের লাশ নদী থেকে উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়। পরে মৃত্যুর সঠিক কারন নির্নয়ের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণের করা হয়েছে।
(বিএস/এসপি/জুলাই ৩১, ২০২৫)