‘আইনের শাসন সুপ্রতিষ্ঠিত নাহলে গণতন্ত্র টেকসই হয় না’

রাজন্য রুহানি, জামালপুর : বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এড. শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, 'গণতন্ত্রের একটি অপরিহার্য অংশ হচ্ছে আইনের শাসন। আইনের শাসন সুপ্রতিষ্ঠিত না হলে গণতন্ত্র টেকসই হয় না।'
জামালপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত 'মার্চ ফর জাস্টিস' কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। ন্যায় বিচার, আইনের শাসন প্রতিষ্ঠা ও বিচার বিভাগের স্বাধীনতার দাবিতে বৃহস্পতিবার (৩১জুলাই) সকালে জজকোর্ট প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।
তিনি আরও বলেন, 'আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করার জন্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দীর্ঘদিন যাবৎ সংগ্রাম চালিয়ে আসছে। যার অংশ হিসেবে আজকের এই 'মার্চ ফর জাস্টিস' কর্মসূচি।'
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা শাখার আহ্বায়ক অ্যাড. মো. আব্দুল হাই-১ এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এড. শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা শাখার সদস্য সচিব রিশাদ রেজওয়ান বাবু'র সঞ্চালনায় কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. গোলাম নবী, জেলা আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. দিদারুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক অ্যাড. মোবারক হোসেন, জেলা আইনজীবী ফোরামের যুগ্ম-আহবায়ক অ্যাড. দেলোয়ার হোসেন, জেলা আইনজীবী সমিতির অডিটর অ্যাড. শফিকুল ইসলাম রাজু, অ্যাড. রফিকুল ইসলাম জুলহাস প্রমুখ।
কর্মসূচিতে জেলা আইনজীবী ফোরাম ও জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
(আরআর/এসপি/জুলাই ৩১, ২০২৫)