বিপুল কুমার দাস, রাজৈর : মাদারীপুরের রাজৈর উপজেলা বদরপাশা ইউনিয়নের নয়ানগর মাছকান্দি এলাকায় একটি পরিত্যক্ত টিনশেড ঘরের পাশ থেকে আজ বৃহস্পতিবার আকাশ আকন (১৮) যুবকের লাশ উদ্ধার করেছে রাজৈর থানা পুলিশ।

নিহতের পরিচয় পাওয়া যায় আকাশ আকন রাজৈর পৌরসভার পশ্চিম রাজৈর গ্রামের আমজেদ আকনের ছেলে, তিনি পেশায় ভ্যানচালক ছিলেন একজন ভ্যানচালক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার সকাল আনুমানিক ৮টায় আকাশ ভান নিয়ে বাড়ি থেকে বের হয়। কিন্তু রাত পেরিয়ে গেলেও সে আর বাড়ি ফিরে আসেনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায় নি রাত পেরিয়ে সকাল হয়ে যায় সন্ধান মেলেনি। অবশেষে বৃহস্পতিবার সকালের দিকে বদরপাশা ইউনিয়নের নয়া নগর মাছকান্দি গ্রামের মোতালেব মোল্লার পরিত্যক্ত ঘরের পাশের একটি ফাঁকা মাঠে রাস্তার ধারে তার মরদেহ দেখতে পান এলাকাবাসী।

পরে রাজৈর থানা পুলিশে খবর দেওয়া হলে রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো, মাসুদ খান ও তদন্ত কর্মকর্তা সঞ্জয় ঘোষ ঘটনাস্থলে পৌঁছাই এবং নিহতদের লাশ উদ্ধার করে।

নিহতের বাবা মরদেহটি শনাক্ত করে জানায়, নিহত যুবক আকাশ তারই সন্তান।

মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য মরদেহ মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এ বিষয়ে রাজৈর থানার পক্ষ থেকে জানানো হয় ময়না তদন্তের পরে আসল ঘটনা জানা যাবে।

(বিডি/এসপি/জুলাই ৩১, ২০২৫)