জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে গোপালগঞ্জে প্রতীকী ম্যারাথন
.jpg)
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : ছাত্র-জনতার জুলা্ই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে গোপালগঞ্জে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সুশাসন চত্বর থেকে শুরু হয়ে আবার সেখানে গিয়ে এই ম্যারাথন শেষ হয়।
জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে অনুষ্ঠিত এই প্রতীকী ম্যারাথনে যুবউন্নয়নের উপপরিচালক মোঃ শহিদুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা, জেলা পর্যায়ের বিভিন্ন অফিসের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জ জেলা প্রশাসন ও যুবউন্নয়ন অধিদপ্তর এই প্রতীকী ম্যারাথনের আয়োজন করে।
(টিবি/এসপি/জুলাই ৩১, ২০২৫)