আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার ওপর আমদানিতে শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ থেকে ৩৫ শতাংশ করেছেন, যা মধ্যরাতে কার্যকর হবে।

ট্রাম্প এনবিসি নিউজকে জানিয়েছেন, তিনি কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা চালিয়ে যেতে আগ্রহী। তিনি আজ রাতে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে ফোনে কথা বলতে পারেন।

তবে ট্রাম্প বলেন, নতুন শুল্ক কার্যকর হওয়ার আগে এখন আর কানাডার সঙ্গে চুক্তি করার সুযোগ নেই।

হোয়াইট হাউস বলেছে, কানাডা ‘ফেন্টানিল’ নামে বিপজ্জনক মাদক নিয়ন্ত্রণে সহযোগিতা করতে ব্যর্থ হওয়ায় শুল্ক বাড়ানো হয়েছে। কিন্তু কানাডার বাণিজ্য ব্যুরো এই অভিযোগ অস্বীকার করেছে।

শুল্ক বৃদ্ধির সময়সীমার আগেই হোয়াইট হাউস অন্যান্য কয়েক ডজন দেশের ওপরও নতুন শুল্ক ঘোষণা করেছে, যা এক সপ্তাহ পর থেকে কার্যকর হবে।

ট্রাম্প আগেও মেক্সিকোর ওপর উচ্চ শুল্ক আরোপ ৯০ দিন স্থগিত করেছিলেন নতুন বাণিজ্য চুক্তির জন্য।

ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি করেছে। এই শুল্কের ফলে আমদানি করা পণ্যগুলোতে কর বাড়ার কারণে শেষ পর্যন্ত ক্রেতাদের ওপর খরচ বৃদ্ধি পেতে পারে বলে বিশেষজ্ঞরা বলছেন।

(ওএস/এএস/আগস্ট ০১, ২০২৫)