স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় দলের কোচিং প্যানেলে দীর্ঘ মেয়াদে যুক্ত থাকছেন মোহাম্মদ সালাউদ্দিন। ঘরোয়া ক্রিকেটে সফল এই কোচের চুক্তির মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নতুন চুক্তি অনুযায়ী, ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত সিনিয়র সহকারী কোচের দায়িত্বে থাকবেন তিনি।

২০২৪ সালের শেষ দিকে জাতীয় দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন সালাউদ্দিন। শুরুতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চুক্তি ছিল তার। বিসিবির এক পরিচালক জানিয়েছেন, চুক্তি নবায়নের বিষয়ে আগেই মৌখিক সম্মতি হয়েছিল, কেবল আনুষ্ঠানিকতা বাকি ছিল।

নতুন চুক্তিতে সালাউদ্দিনের বেতনও বেড়েছে। আগে যেখানে মাসে ৭–৮ লাখ টাকা পেতেন, বর্তমানে তা প্রায় ১০ লাখ টাকার কাছাকাছি দাঁড়িয়েছে।

এর আগে ২০২৫ সালের ১৫ মার্চ পর্যন্ত চুক্তি হয়েছিল সালাউদ্দিনের সঙ্গে। তবে নতুন করে সেই মেয়াদ বাড়িয়ে দেওয়া হলো আরও দুই বছর।

এছাড়া বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্সের মেয়াদও চ্যাম্পিয়ন্স ট্রফির পর বাড়ানো হয়েছে। বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদের সময়ে নতুন করে তার চুক্তি বাড়ানো হয়। ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী এই কোচ ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত টাইগারদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।

(ওএস/এএস/আগস্ট ০১, ২০২৫)