স্টাফ রিপোর্টার : ভক্তের ঢল নেমেছে পাবনার ঈশ্বরদীতে। আজ শুক্রবার সনাতন ধর্মাবলম্বীদের হরিনাম সংকীর্তন উপলক্ষ্যে কৃষ্ণ ভক্তদের পদধূলিতে মুখরিত হয়েছে উপজেলার সাঁড়া ইউনিয়নের আরামবাড়ীয়া পূর্বপাড়া ও গোপালপুর বারোয়ারী শিব মন্দির প্রাঙ্গণ।   

গত সোমবার গীতাপাঠ অন্তে শুভ অধিবাসের মধ্য দিয়ে শুরু হয় ২৪ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন। শনিবার (২ আগস্ট) মহাপ্রভুর ভোগ মহোৎসব ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হবে ভক্ত সেবা। রবিবার (৩ আগস্ট) দধি মঙ্গল ও মহন্ত বিদায়ের মাধ্যমে শেষ হবে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা।

অনুষ্ঠান ঘিরে মন্দির চত্ত্বরে বসেছে মেলা। হরেক রকম পণ্যের পসরা সাজিয়ে বসেছে দোকানীরা। শিশুদের বিনোদন দিচ্ছে ট্রামপোলিন জাম্পিং খেলা। প্রসাধনী সামগ্রী কিনতে হিন্দু নারীদের পাশাপাশি ভিড় করছে মুসলিম নারীরাও।

মন্দির কমিটির সভাপতি সঞ্জয় সরকার জানান, আমাদের শিব মন্দিরের ঐতিহ্যবাহী অনুষ্ঠান নামযজ্ঞানুষ্ঠান। গত বছর অনুষ্ঠানের আয়োজন করেও সরকার পতনের কারণে বন্ধ রাখতে হয়। এ বছর ৬১তম পরিবেশন চলছে। আগামীতেও চলবে। এই অনুষ্ঠান ঘিরে এলাকায় হিন্দু-মুসলিমের মিলন মেলা হয়। সবাই আনন্দের সাথে প্রসাদ গ্রহণ করেন।

কথা হয় সাদিপুর গ্রাম থেকে আসা এক ভক্ত ধনঞ্জয় চক্রবর্তীর সাথে। তিনি জানান, আমি প্রতিবছর এখানে নাম শ্রবণ করতে আসি। বিগত দিনের চেয়ে এবারের আয়োজন অনেক ভালো হয়েছে। এবার অনেক ভক্তের সমাগম ঘটেছে। ভক্তদের পদচারণায় মন্দির প্রাঙ্গণ যেন বৃন্দাবনধামে পরিণত হয়েছে।

প্রসঙ্গত, অনুষ্ঠানে নামসুধা পরিবেশন করেন- পঞ্চতত্ত্ব সম্প্রদায় (নাটোর), আদি হরিভক্তি সম্প্রদায় (মানিকগঞ্জ), পাগলনাথ সম্প্রদায় (সিরাজগঞ্জ), মদনগোপাল সম্প্রদায় (পাংশা), নিত্য নিরাঞ্জন সম্প্রদায় (নাটোর), জয়কালী মন্দির সম্প্রদায় (ভেড়ামারা, কুষ্টিয়া)। পদাবলী কীর্তন পরিবেশনায় ছিলেন- শ্রীমতি রাধা রানী মহন্ত (পত্নীতলা, নওগাঁ), শ্রী অসিম সরকার গগন (সোনাতলা, বগুড়া), কুমারী মধুমিতা সরকার- মিতালী (মহাদেবপুর, নওগাঁ)।

উল্লেখ্য, বিশ্ব মানবতার কল্যাণ কামনায় দেশ ও জাতির মঙ্গলার্থে হরিনাম সংকীর্তনের আয়োজন করে থাকে সনাতন ধর্মাবলম্বীরা।

(এসপি/এসপি/আগস্ট ০১, ২০২৫)