মাদারীপুরে বাস চাপায় প্রাণ গেলো মধু ব্যবসায়ীর
.jpg)
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে যাত্রীবাহী একটি বাসের চাপায় মধু ব্যবসায়ী আবেদ আলি (৫০) মারা গেছেন। আজ শুক্রবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার কলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবেদ আলি সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি এলাকার বাসিন্দা।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে মাদারীপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস। বাসটি ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার কলাবাড়ি এলাকায় আসে। এসময় সড়ক দিয়ে পাড় হতে গেলে মধু ব্যবসায়ী আবেদ আলীকে যাত্রীবাহী বাসটি চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে হাওইয়ে থানা পুলিশ।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
(এএসএ/এসপি/আগস্ট ০১, ২০২৫)