আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ী জেলার পাংশায় "জুলাই গণঅভ্যুত্থান ও পুনর্জাগরণ"এর বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১ আগস্ট বিকাল ৪টায় পাংশা জর্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে পাংশা উপজেলা প্রশাসন।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় পাংশা উপজেলা প্রশাসন ফুটবল একাদশ ও বাহাদুরপুর ইউনিয়ন ফুটবল একাদশ। ম্যাচটি নির্ধারিত সময় গোল শূন্য হয়। টাইব্রেকারে পাংশা উপজেলা প্রশাসন ফুটবল একাদশ ২-০ গোলে জয়লাভ করে।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খান, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান রাজা, পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি মোঃ বাহারাম হোসেন সরদার, পাংশা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার সরদার, জাতীয় নাগরিক পার্টির পাংশা উপজেলার মূখ্য সমন্বয়ক মোঃ হাসিদুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামান খান তপু।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার ও টুর্নামেন্ট উদযাপন কমিটির সভাপতি মোঃ সাইফুল ইসলাম। টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে পাংশা ক্রীড়া সংস্থা।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন অতিথিবৃন্দরা । খেলায় ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন বাহাদুরপুর ইউনিয়ন ফুটবল একাদশের চঞ্চল টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন উপজেলা প্রশাসনের খেলোয়াড় বাঁধন। টুর্নামেন্টে ফেয়ার প্লে পুরস্কার পুরস্কার পান হাবাসপুর ইউনিয়ন ফুটবল একাদশ।
এই ফাইনাল খেলাটি উপভোগ করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, ক্রীড়ানুরাগী ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দর্শকরা।
ফাইনাল খেলার প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার এস এম আবু দারদা বলেন এই টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য ছিল তরুণ সমাজকে মাদক ও অতিরিক্ত মোবাইল আসক্তি থেকে দূরে রাখা। যাতে তরুণরা বেশি বেশি খেলাধুলার প্রতি মনোযোগী হয়। যারা এই টুর্নামেন্টের পিছনে অক্লান্ত পরিশ্রম করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।
(একে/এএস/আগস্ট ০২, ২০২৫)