সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহীন আলম (২৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২ আগষ্ট) ভোররাতে উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শাহীন ভাবুকদিয়া গ্রামের মোঃ হায়দার মোল্যার ছেলে ও সালথা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান বলেন, অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সালথা উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহীনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

(এএনএইচ/এএস/আগস্ট ০২, ২০২৫)