চতুর্থ প্রজন্মের পরমাণু বিদ্যুৎ ইউনিটের সরঞ্জাম তৈরিতে রসাটমের সাফল্য

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : রাশিয়ায় নির্মানাধীণ চতুর্থ প্রজন্মের পরমাণু বিদ্যুৎ কমপ্লেক্সের একটি ইউনিটের জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সরঞ্জাম সফলভাবে নির্মান করেছে রসাটমের যন্ত্রপ্রকৌশল শাখা। ৩০০ মেগাওয়াট সম্পন্ন কমপ্লেক্সটির মূল ভিত্তি BREST-OD-300 ফাস্ট রিয়্যাক্টর, যার শীতলীকরণ মাধ্যম লীড বা শীসা। এটি রাশিয়ার পাইলট ডেমোন্সট্রেশন এনার্জী কমপ্লেক্সের একটি ইউনিট। রসাটমের মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোমধ্যে এক হাজার টনের অধিক ওজনের ছয়টি গুরুত্বপূর্ণ সরঞ্জাম তৈরি এবং সাইটে পৌছে দেয়া হয়েছে। BREST-OD-300 রিয়্যাক্টরের বিভিন্ন সরঞ্জামের আকার ও আকৃতি বর্তমানে ব্যবহৃত ভিভিইআর এবং আরআইটিএম রিয়্যাক্টরগুলোর তুলনায় অনেকটাই আলাদা। রসাটমের যন্ত্রপ্রকৌশল শাখা এতদিন বহুলভাবে এসকল রিয়্যাক্টরের সরঞ্জাম নির্মান ও সরবরাহ করে আসছিল। চতুর্থ প্রজন্মের নতুন রিয়্যাক্টরের যন্ত্রপাতি তৈরির জন্য সংস্থাটিকে তাদের কারখানাগুলোতে ব্যাপক সংস্কার করতে হয়েছে। নতুন রিয়্যাক্টরগুলোর অন্যতম বৈশিষ্ট্য হলো অত্যাধিক তাপ সহনশীলতা। এজন্য বিশেষ ধরণের স্টীল উদ্ভাবন ও ব্যবহার করা হয়েছে। এজাতীয় স্টীল ৬০০ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত তাপ সহ্য করতে সক্ষম।
রিয়্যাক্টর ইউনিটটি নির্মান সাইটেই সংযোজন করা হবে। ইউনিটের নির্মানে প্রায় ২,৩০০টন যন্ত্রপাতির প্রয়োজন পড়বে যার সবটুকুই সরবরাহ করবে রসাটমের যন্ত্রপ্রকৌশল শাখার অধীনস্থ কারখানাগুলো। ব্যবহৃত কংক্রীটসহ স্থাপনাটির মোট ওজন দাঁড়াবে ১৬,০০০ টন।
(এসকেকে/এএস/আগস্ট ০২, ২০২৫)