সালথায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথায় ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রেজওয়ান খান (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়।
এর আগে শুক্রবার (১লা আগষ্ট) দিবাগত রাতে উপজেলা সোনাপুর ইউনিয়নের মোন্তার মোড় এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। সে উপজেলার ভাওয়াল ইউনিয়নের বারখাদিয়া গ্রামের পান্নু খানের ছেলে।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে মোন্তার এলাকায় অভিযান চালিয়ে রেজওয়ান নামে এক মাদক ব্যবসায়ীকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
(এএন/এসপি/আগস্ট ০২, ২০২৫)