কাপাসিয়ায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও রেমিট্যান্স যোদ্ধা দিবস পালিত

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : যথাযোগ্য মর্যাদায় গাজীপুরের কাপাসিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি’ এবং ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’ পালন করেছে।
আজ শনিবার দুপুরে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনীম, কাপাসিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো আব্দুল মুত্তালিব'র সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ কাপাসিয়া শাখার ব্যবস্থাপক মোহাম্মদ তাইজ উদ্দিন, সাংবাদিক নুরুল আমিন সিকদার, রেমিট্যান্স যোদ্ধা মাসুম খান এর পিতা মোঃ সুরুজ খান, প্রশিক্ষক ফয়সাল মিয়া প্রমুখ।
(এসকেডি/এসপি/আগস্ট ০২, ২০২৫)