স্টাফ রিপোর্টার : ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে। ১২ কেজি সিলিন্ডার যারা ব্যবহার করেন তাদের সুখবর দিয়েছে সরকার। শুধু তাই নয়, অটোগ্যাসের দামেও সুখবর মিলেছে। আজ রবিবার নতুন মূল্যের ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এ ঘোষণাতেই মেলে সুখবরের তথ্য।

বিইআরসি জানায়, ১২ কেজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়ে ১ হাজার ২৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি অটোগ্যাসের দাম প্রতি লিটার ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

এর আগে, সবশেষ গত ২ জুলাই দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় ১২ কেজি এলপিজির দাম ৩৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করা হয়।অটোগ্যাসের দামও ওইদিন সমন্বয় করা হয়। তখন প্রতি লিটার অটোগ্যাসের মূল্য মূসকসহ ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে ৬২ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

উল্লেখ্য, ২০২৪ সালে এ পর্যন্ত সাতবার এলপিজি ও অটোগ্যাসের দাম বেড়েছে। কমেছে চারবার। আর একবার দাম অপরিবর্তিত ছিল।

(ওএস/এসপি/আগস্ট ০৩, ২০২৫)