বাগেরহাটে সংসদীয় আসন কমানোর প্রতিবাদে সড়ক অবরোধ, সমাবেশ ও স্মারকলিপি প্রদান
.png)
সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের একটি সংসদীয় আসন কমিয়ে তিনটি করার প্রতিবাদে লাগাতর কর্মসূচিতে টানা চতুর্থ দিনে আজ রবিবার জেলার বিভিন্ন মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে সর্বস্তরের সাধারণ মানুষ।
সকালে তারা খুলনা-বরিশাল মহাসড়কে বাগেরহাটের দশানী মোড়, ডিসি অফিসের সামনে, মোংলা- খুলনা মহাসড়কের রামপালের ফয়লায় ও সাইনবোর্ড- শরণখোলা মহাসড়কের মোরেলগঞ্জে মহাসড়ক অবরোধ করে। প্রায় দু’ঘন্টা ধরে অবরোধ চলাকালে এসব মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে পরে বাগেরহাটের জেলা প্রশাসক ও জেলা নির্বচন কর্মকর্তার কাছে জেলা বিএনপি ও জামায়াতের নের্তৃবৃন্দ স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি প্রদান শেষে ডিসি অফিসের সামনে মহাসড়ক অবরোধ করে সমাবেশ করে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ কয়েক হাজার সাধারণ মানুষ। বাগেরহাটসহ রামপাল, মোংলা, শরণখোলা ও মোড়লগঞ্জের সমাবেশে দলীয় নেতাকর্মীসহ হাজার হাজার সাধারণ মানুষ অংশ নেয়।
বাগেরহাটে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক সিনিয়র সচিব ড. শেখ ফরিদুল ইসলাম বাবলু, সাবেক সিনিয়র সচিব মশিউর রহমান, কেন্দ্রীয় বিএনপির গবেষনা সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান, জেলা বিএনপির আহবায়ক প্রকৌশলী এটিএম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, সাবেক এমপি শেখ মুজিবর রহমান, জেলা বিএনপি নেতা শেখ ওয়াহিদুজ্জান দিপু, ড. শেখ ফরিদুল ইসলাম, কামরুল ইসলাম গোরা, খাদেম নিয়ামুল নাসির আলাপ, সৈয়দ নাসির আহমেদ মালেক, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, জামায়াতের জেলা সেক্রেটারি শেখ মোহম্মদ ইউনুসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
এসব সমাবেশে বক্তারা বাগেরহাটের সংসদীয় আসন পুনর্বহাল না করা হলে ৫ আগষ্ট থেকে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।
(এস/এসপি/আগস্ট ০৩, ২০২৫)