সাতক্ষীরার রাজু আহমেদ ১২ দিন নিখোঁজ
ছেলেকে ফিরে পেতে দ্বারে দ্বারে ঘুরছে পিতা-মাতা

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : একমাত্র পুত্র সন্তান রাজু আহমেদ (২৬) ১২ দিন ধরে নিখোঁজ রয়েছে। প্রতিবেশী মোহাব্বতের সাথে গোলযোগের পর থেকে নিখোঁজ হয় সে। সব জায়গায় খোঁজাখুঁজি করেও রাজু আহমেদদের পাওয়া যাচ্ছে না।নিজেদের জীবনের বিনিময়ে হলেও আমরা রাজু আহমেদের সন্ধান চাই। সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়রি ও করেছি।
কাঁদতে কাঁদতে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী গ্রামের আশরাফুল ইসলাম ও তার স্ত্রী আনজুয়ারা খাতুন সাংবাদিকদের এসব কথা বলেন।
তারা জানান, গত ২৩ শে জুন রাতে দক্ষিণ কুশখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তার ছেলে রাজু আহমেদদের প্রতিবেশী মোহাব্বত সাথে কথা-কাটাকাটি হয়। সেই রাতে আর ছেলে ঘরে ফিরিনি। তারা বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে ছেলের সন্ধান নিয়েছেন। মোহাব্বত ও তার পরিবারের লোকজনের কাছেও ছেলের সন্ধান চেয়েছে। কিন্তু উল্টো মহব্বতের পরিবার তাদের হুমকি ধামকি দিচ্ছে। সন্তান হারা আশরাফুল ও তার পরিবার জীবনের ঝুঁকিতে রয়েছে বলে জানান। তবে তাদের দাবি জীবনের বিনিময়ে হলেও তারা একমাত্র পুত্র সন্তান রাজু আহমেদের সন্ধান চান। ইতিমধ্যে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরিও করেছে আশরাফুল ইসলাম।
রাজু আহমেদদের নিকট আত্মীয় সাবান আলী জানান, বিষয়টি নিয়ে তিনি সাতক্ষীরা পুলিশের কর্মকর্তাদের সাথে কথা বলেছেন। তারা রাজুর সন্ধান পেতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এলাকাবাসী জানান, রাজু একজন শান্ত স্বভাবের ছেলে ছিল। কারও সঙ্গে শত্রুতা ছিল না। তবে রাজু আহমেদ ও মহব্বত একসাথে চলাফেরা করত। নিখোঁজ হবার কয়েদিন আগে মহব্বতের সঙ্গে তার এক আত্মীয়ার অনৈতিক সম্পর্ক দেখে ফেলে রাজু। বিষয়টি সকলকে জানাবে বলায় ২২ জুলাই ধারালো দা নিয়ে রাজুকে খুঁজে বেড়ায় মহব্বত। তার পরদিন থেকে নিখোঁজ হয় রাজু। ধারণা করা হচ্ছে রাজুকে হত্যা করে লাশ গুম করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, রাজু আহমেদ নিখোঁজ হয়েছে সত্য। ছেলেটা নিখোঁজ হওয়ার পর থেকে এলাকায় উদ্বেগ ছড়িয়েছে। পুলিশ এসেছিল। পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে বলে জানান।
সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক সাইদুর রহমান জানান, এই বিষয়ে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরী হয়েছে। এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে রাজু আহমেদ নেশা করত। সে চোরাই পথে ভারতে যাতায়াত করত। বিষয়টি তদন্ত চলছে।
(আরকে/এসপি/আগস্ট ০৩, ২০২৫)