কুষ্টিয়ায় বজ্রপাতে ১১টি মহিষের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে দুই কৃষকের বাথানের ১১টি মহিষের মৃত্যু হয়েছে।
রবিবার (০৩ আগস্ট) ভোর রাতে উপজেলার চিলমারী ইউনিয়নের বাংলা বাজার মাঠের পদ্মারচরে এ ঘটনা ঘটে।এতে দুই কৃষকের প্রায় ২৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মা নদীর উত্তরপাড় এলাকার চরে মহিষ নিয়ে বাথানে অবস্থান করছিলেন রাখালরা।এমন সময় মুষলধারে বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত শুরু হয়। এসময় এক বজ্রপাত আঘাত হানলে বাংলাবাজার-খারিজারথাক এলাকার মহিষের বাথান মালিক নবীর উদ্দিনের ১০টি এবং একই এলাকার এলাহী ঢালির ১টি মহিষ ঘটনাস্থলেই মারা যায়। মারা যাওয়া মহিষগুলোকে নদীতে ভাসিয়ে দেয়া হবে বলে জানা যায়।
দৌলতপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহামুদুল ইসলাম বলেন, ঘটনাটি আমরা জেনেছি। দুই কৃষকের ১১টি মহিষ বজ্রপাতে মারা গেছে। এগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ২৪ লাখ টাকা। ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতা দেওয়া হবে।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই সিদ্দিকী বলেন, মহিষ মারা যাওয়ার ঘটনাটি শুনেছি। সরকারিভাবে কোনো সহায়তা বা বরাদ্দ এলে তা দ্রুতই ক্ষতিগ্রস্তদের মাঝে পৌঁছে দেয়া হবে।
(এমএজে/এএস/আগস্ট ০৩, ২০২৫)