স্টাফ রিপোর্টার : জুলাই-আগস্ট গণহত্যায় জড়িতদের বিচার প্রক্রিয়া চলমান উল্লেখ করে ট্রাইব্যুনালের বিচারকাজে ধীরগতি এবং কিছু কিছু বিভাগীয় পদক্ষেপের বাইরে বাস্তবে পুলিশের বিরুদ্ধে কোনো কার্যকর জবাবদিহির অগ্রগতি না থাকা সরকারের সদিচ্ছা ও সক্ষমতার ঘাটতি বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

সোমবার (৪ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবির কার্যালয়ে ‘কর্তৃত্ববাদী সরকার পতন-পরবর্তী এক বছর: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করা হয়।

টিআইবির পক্ষে প্রতিবেদন তুলে ধরেন শাহজাদা এম আকরাম।

টিআইবির পর্যবেক্ষণে বলা হয়, ছাত্র-জনতার ওপর হামলাকারী, হত্যার ইন্ধনদাতা ও নির্দেশদাতাদের বিরুদ্ধে সারা দেশে ২০২৫ সালের ১ জুন পর্যন্ত ১ হাজার ৬০২টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে হত্যা মামলা ৬৩৮টি। ৭০ শতাংশ মামলার তদন্তে সন্তোষজনক অগ্রগতি এবং ৬০-৭০টি হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে।

টিআইবির পর্যবেক্ষণে আরও বলা হয়, সরকার পতন পরবর্তী ১১ মাসে সারা দেশে পুলিশের বিরুদ্ধে ৭৬১টি মামলায় আসামি ১ হাজার ১৬৮ পুলিশ, এর মধ্যে ৬১ জন গ্রেফতার হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৪২৯টি অভিযোগ এবং ২৭টি মামলা হয়েছে। এতে শেখ হাসিনাসহ ২০৬ জন আসামি এবং গেফতার ৭৩ জন।

(ওএস/এএস/আগস্ট ০৪, ২০২৫)