কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : বাংলাদেশ তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ও সাতৈর ইউনিয়নে এক ব্যতিক্রমী বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করা হয়। ৪ আগস্ট, সোমবার সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি), বোয়ালমারী শাখা-১-এর আয়োজনে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় ২ দুটি ইউনিয়নের প্রায় প্রতিটি গ্রামে রোপণ করা হয় আম, পেয়ারা, আমড়া, লেবু, কাঁঠাল, আপেলকুল ও মেহগনি গাছসহ মোট ১,১৫০টি বৃক্ষ।

এই বৃক্ষগুলো ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসা, স্কুল, রাস্তার পাশ, বাড়ির উঠান, ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ, ঈদগাহ মাঠসহ গুরুত্বপূর্ণ স্থানে রোপণ করা হয়। এর আগে শনি ও রোববার ফলদ ও বনজ গাছ রোপন করা হয়েছে।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন গুনবহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, স্থানীয় ইউপি মেম্বার, প্রবীণ ও তরুণ নাগরিকবৃন্দ, কিশোর-কিশোরী, শিক্ষার্থী, এসডিসি'র সিনিয়র সহকারী পরিচালক খোন্দকার নজরুল ইসলাম, কাজী হাসান ফিরোজসহ সংগঠনের অন্যান্য কর্মকর্তা এবং উপজেলা সমাজসেবা অফিসার মোঃ কারিজুল ইসলাম।

বৃক্ষ রোপণ কর্মসূচি স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। পরিবেশ সংরক্ষণ ও আগামী প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়তে এই কর্মসূচিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছেন এলাকাবাসী।

(কেএনএইচ/এএস/আগস্ট ০৪, ২০২৫)