দীপক চন্দ্র পাল, ধামরাই : ধামরাই পৌর এলাকার ১ নং ওর্য়াডের আইঙ্গন এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আইঙ্গন মহল্লার রাস্তা ঘাট এবং ড্রেন দ্রুত নির্মাণের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে। সোমবার সকাল এগারটায় ধামরাই উপজেলা চত্তরে আইঙ্গন বাসী এ মানববন্ধন কর্মসুচি পালন করেছে।

এলাকাবাসীর অভিযোগ গত বয়েক দিনের এবটানা ইিষ্টর কারনে স্কুল মাঠে পানি জমে কোমলমতি শিক্ষার্থীদের স্কুলে যাতাযাতে চরম দূর্ভোগ পোহাতে চচ্ছে। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় গোটা এলাকায় জলাবদ্ধতার রূপ নিয়েছে। চলাচলের ক্ষেত্রে চরম দূর্ভোগ বেরেছে। দ্রুত এসব সমস্যা সমাধানে উপজেলা ও পৌর প্রশাসনের জরুরী প্রযোজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি করেই আজকের এই মানববন্ধন বরেছে এলাকাবাসী।

(ডিসিপি/এএস/আগস্ট ০৪, ২০২৫)