রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : মাদকসহ একাধিক মামলায় সাজাপ্রাপ্ত আসামি হযরত আলী রানা (৪৫)কে রাজধানীর সায়দাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (৪ আগস্ট) দুপুর সোয়া দুইটার দিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর অধিনায়কের পক্ষে, সংস্থাটির মিডিয়া বিভাগের সহকারি পরিচালক ও সিনিয়র সহকারি পুলিশ সুপার তাপস কর্মকার উত্তরাধিকার ৭১ নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এসময় তাপস কর্মকারের পাঠানো ও তাঁর স্বাক্ষরিত একটি বিশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, সোমবার (৪ আগস্ট) দুপুর আনুমানিক ১২ টা২০ মিনিটে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিএমপি, ঢাকার সায়দাবাদ এলাকায় একটি অভিযান পরিচালনা করেন। এ অভিযানে যাত্রাবাড়ি থানার মামলায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি হযরত আলী রানা (৪৫), পিতা- সামসুদ্দিন বিশু মিয়া, সাং- উত্তর সায়দাবাদ, থানা- যাত্রাবাড়ী, ডিএমপি, ঢাকা’কে গ্রেফতার করেন তারা।

গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

(আরআর/এএস/আগস্ট ০৪, ২০২৫)