মাদকের বিরুদ্ধে প্রশাসনের কঠোর হুশিয়ারি
(2).jpg)
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি।
সোমবার সকালে বরিশালের গৌরনদী সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে মাদক, বাল্য বিবাহ ও ইভটিজিং প্রতিরোধ বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় মাদকের বিরুদ্ধে তিনি এ কঠোর হুশিয়ারি দেন।
এছাড়াও বাল্য বিবাহ ও ইভটিজিং প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহবান জানান।
বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল জলিল, গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অলি উল্লাহ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর নাগরিক কমিটির সভাপতি জহুরুল ইসলাম জহির, প্রেসক্লাবের আহবায়ক খোন্দকার মনিরুজ্জামান। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
(টিবি/এএস/আগস্ট ০৪, ২০২৫)