কুষ্টিয়ায় নানা আয়োজনে জুলাই গণঅভ্যূথান দিবস পালন

কুষ্টিয়া প্রতিনিধি : জুলাই গণঅভ্যূথান দিবস কুষ্টিয়ায় নানা আয়োজনে পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৫ আগষ্ট) সকাল সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহীদ পরিবার ও আহতদের সম্মিলন অনুষ্ঠিত হয়।
এসময় ৬ শতাধিক শহীদ ও আহত পরিবারের মাঝে চেক ও সম্মাননা ক্রেস্ট, গেঞ্জি বিতরণ করেন কুষ্টিয়া জেলা প্রশাসক।
এর আগে জুলাই বিপ্লব নিয়ে মঞ্চ নাটক হয়। এসময় জেলা প্রশাসক তৌফিকুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান সহ শহীদ ও আহত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে জুলাই গণঅভ্যূথান দিবস উপলক্ষে বেলা ১২টার দিকে খন্ড খন্ড মিছিল নিয়ে কুষ্টিয়া পৌরসভা চত্বরে জড়ো হয় নেতাকর্মীরা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে আনন্দ মিছিল বের করে দলটি।
এসময় সমাবেশে বক্তব্য রাখেন, কুষ্টিয়া সদর আসনের সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির নেতা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, কুষ্টিয়া জেলা যুবদলের সাবকে তথ্য ও গভেষনা বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম সহ অন্যান্যরা।
এদিকে বেলা ১১টায় শহরের সাদ্দাম বাজার থেকে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। এসময় মিছিল থেকে ফ্যাসিজমের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন তারা।
(এমএজে/এএস/আগস্ট ০৫, ২০২৫)