সুবর্ণচরে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহানের আগমন উপলক্ষে ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা

মো: ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : সুবর্ণচরে বিএনপির ভাইস চেয়ারম্যান, নোয়াখালী ৪ সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ শাহজাহানের আগমন উপলক্ষে সুবর্ণ চর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রস্তুতি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (সন্ধ্যা ৭ টায়) ছমির হাট বাজারে প্রস্তুতি সবার আয়োজন করে পূর্ব চরবাটা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন।
পূর্ব চরবাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলা উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন গাজী।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পূর্ব চরবাটা ইউনিয়ন বিএনপি সহ বিভিন্ন ওয়ার্ড এর নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে আনন্দ মিছিল বের করে নেতা কর্মীরা।
জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান। তিনি নোয়াখালী-০৪ (সদর-সুবর্ণচর) আসন থেকে বার বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। মো. শাহজাহান আগামী ৯ আগষ্ট আগমন উপলক্ষ্যে দলীয় নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস বিরাজ করছে।
(আইইউএস/এএস/আগস্ট ০৫, ২০২৫)