ফ্যাসিস্ট পতনের বর্ষপূর্তিতে জামালপুরে গণঅধিকার পরিষদের গণ-সমাবেশ

রাজন্য রুহানি, জামালপুর : ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের বর্ষপূর্তিতে জামালপুরে গণ-সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দ। আজ মঙ্গলবার দুপুরে শহরের ফৌজদারি মোড়ে এ গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসাইনের সঞ্চালনায় গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন গণঅধিকার পরিষদের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম আজহার।
প্রধান অতিথির বক্তব্যে গণঅধিকার পরিষদ নেতা মাজহারুল ইসলাম আজহার বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা অন্যায় করে টিকতে পারে নাই। এ পৃথিবীতে যত অন্যায়কারী আছে, নির্যাতনকারী আছে, কেউ টিকতে পারে নাই। আজকে আপনারা যাঁরা হত্যার সাথে, টেন্ডারবাজির সাথে জড়িত তারা সতর্ক হয়ে যান। ভিপি নুরকে ক্ষেপায়েন না। ভিপি নুরকে ক্ষেপালে শেখ হাসিনা মাত্র ৪৫ মিনিট সময় পেয়েছিলেন। আপনারা কিন্তু ৩০ মিনিট সময়ও পাবেন না।
তিনি জামালপুরবাসীর কাছে ভিপি নূরকে সরকার গঠন করার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান।
গণ-সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি আইনজীবী মোশারফ হোসেন, আরিফুল ইসলাম তুহিন, আল আমিন, আবু হানিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহীন, সহ-সাংগঠনিক সম্পাদক রাজু আহাম্মেদ মহন, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি লিটন মিয়া সাধারণ সম্পাদক রামু মিয়া, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. সানাউল্লাহ, সাধারণ সম্পাদক সাদআ আহাম্মেদ রাজু, সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মাহমুদুল হাসান বিবেক, সদর উপজেলা শাখার সভাপতি ইহসান হাবিব রাহাত, পৌর ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব রাকিবুল ইসলাম প্রমুখ।
গণ-সমাবেশে গণঅধিকার পরিষদের জেলা ও শহর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
(আরআর/এসপি/আগস্ট ০৫, ২০২৫)