জামালপুরে জামায়াতে ইসলামীর গণ-মিছিল

রাজন্য রুহানি, জামালপুর : জুলাই-আগস্ট ২০২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে জামালপুরে গণ-মিছিল করেছে জামায়াতে ইসলামী। এ দলের সদর ও শহর শাখার আয়োজনে গণ-মিছিলটি অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে শহরের ফৌজদারি মোড় থেকে এক গণ-মিছিল বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলায় গিয়ে শেষ হয় মিছিলটি। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামী জামালপুর শহর শাখার আমীর খন্দকার মুকাদ্দাস আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামী জেলা শাখার আমীর মাওলানা মুহাম্মাদ আব্দুস সাত্তার, সেক্রেটারি আইনজীবী আব্দুল আওয়াল, সহকারী সেক্রেটারি অধ্যাপক সুলতান মাহমুদ, শহর শাখার সেক্রেটারি অধ্যক্ষ মিছবাহুর রহমান কাওছার, ছাত্রশিবির জেলা শাখার সেক্রেটারি আসাদুল ইসলাম, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি অধ্যক্ষ জিয়াউল কবির, জেলা বায়তুলমাল এর সেক্রেটারি আইনজীবী ছামিউল হক, সদর উপজেলা শাখার সেক্রেটারি রেজাউল করিম নোমান প্রমুখ।
(আরআর/এসপি/আগস্ট ০৫, ২০২৫)