টিকটকে প্রেম, বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে প্রবাসীর স্ত্রী

কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে টিকটকে প্রেমের সম্পর্কের সূত্র ধরে এক ওমান প্রবাসীর স্ত্রী প্রেমিকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন করেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
জানা যায়, সোমবার (৪ আগস্ট) বিকেল থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত বোয়ালমারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রায়পুর গ্রামের ইসলাম বিশ্বাসের বাড়িতে অনশন করেন ওই নারী। তিনি সুমা বেগম, ওমান প্রবাসী ওবায়দুর রহমানের স্ত্রী। তাদের ঘরে রয়েছে ২ বছরের একটি ছেলে সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩ মাস আগে টিকটকের মাধ্যমে সুমা বেগমের সঙ্গে ইসলাম বিশ্বাসের পরিচয় হয়। সেখান থেকেই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তারা বিভিন্ন স্থানে একসঙ্গে ঘোরাফেরা ও শারীরিক সম্পর্কেও জড়ান বলে অভিযোগ উঠেছে।
গত শুক্রবার ওমান থেকে দেশে ফিরে আসেন প্রবাসী স্বামী ওবায়দুর রহমান। এরপর সোমবার বিকেলে সুমা সরাসরি ইসলাম বিশ্বাসের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। রাত ৯টার দিকে সুমা স্বামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তালাক দেন। একই সময় ওবায়দুর রহমানও তাকে তালাক প্রদান করেন।
এরপর সুমা বেগম ইসলাম বিশ্বাসকে বিয়ের জন্য চাপ দেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উভয়ের সম্মতিতে বিয়ের উদ্যোগ নিলেও ইসলামী শরিয়তের বিধান অনুযায়ী, তালাকপ্রাপ্ত নারীর জন্য কমপক্ষে ৩ মাস ১০ দিন ‘ইদ্দত’ পালন করার নিয়ম রয়েছে। তাই তাৎক্ষণিক বিয়ে সম্ভব হয়নি।
এ বিষয়ে সুমা বেগম বলেন, “ইসলামের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। আমরা পরস্পরকে ভালোবাসি। ইদ্দত শেষে আমরা বিয়ে করবো।”
তবে জটিলতা তৈরি হয়েছে অন্য একটি কারণে। ইসলাম বিশ্বাস ইতোমধ্যেই বিবাহিত এবং তার একটি ছেলে রয়েছে। তার স্ত্রী ও মা নতুন এই বিয়েতে সম্মতি দেননি।
ইসলাম বিশ্বাস বলেন, “আমি সুমাকে ভালোবাসি। সে তালাক দিয়েছে, আমিও তাকে বিয়ে করবো। আমার স্ত্রী-সন্তান থাকলেও তাতে কিছু আসে যায় না।”
এ বিষয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বিষয়টিকে অনৈতিক ও সামাজিক অবক্ষয়ের চিত্র হিসেবে দেখছেন।
(কেএফ/এসপি/আগস্ট ০৫, ২০২৫)