জামালপুরে জুলাই আন্দোলনে শহীদদের সমাধিতে পুষ্পার্ঘ্য

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের মেলান্দহে জুলাই আন্দোলনে শহীদ হওয়া চার শহীদের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে। এতে যৌথভাবে অংশ নেয় উপজেলা প্রশাসন, মেলান্দহ পৌরসভা ও মেলান্দহ থানা। পুষ্পার্ঘ্য অর্পণ শেষে শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল থেকে পর্যায়ক্রমে উপজেলার নয়ানগর এলাকার শহীদ আবু জর শেখ, শহীদ জসিম উদ্দিন, শ্যামপুর ইউনিয়নের শহীদ আমজাদ এবং উপজেলার ফুলকোঁচা ইউনিয়নের কোনা মালঞ্চ এলাকার শহীদ সবুজের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মেলান্দহ পৌরসভার প্রশাসক এসএম আলমগীর, সহকারী কমিশনার (ভূমি) ও হাজরাবাড়ী পৌরসভার প্রশাসক তাসনিম জাহান, মেলান্দহ থানার ওসি শফিকুল ইসলাম, ওসি (তদন্ত) স্নেহাশীষ রায়, মেলান্দহ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. আল আমিন ও ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাজহারুল ইসলাম।
(আরআর/এসপি/আগস্ট ০৫, ২০২৫)