সাতক্ষীরায় যাত্রীবাহী বাস ট্রাক সংর্ঘষে আহত ১২

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : যাত্রবাহী দূরপাল্লার বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপকক্ষে ১২ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরের দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের কুমিরা বাসস্ট্যান্ড নামক এলাকায় মর্মান্তিত এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে তালা উপজেলার মাগুরা ইউনিয়নের বলরামপুর গ্রামের অজয় পালিত ও দেবহাটা উপজেলার কদবেলতলা বিশ্বাসপাড়া গ্রামের কবীর হোসেনকে সাতক্ষীরা সদর হাসপাতাল, কয়েকজনকে পাটকেলঘাটার একটি বেসরকারী হাসপাতাল ও ট্রাক চালকসহ সাতজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
প্রতক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে ঢাকা থেকে সাতক্ষীরা গামী রোজিনা পরিবহনের সাথে খুলনাগামী একটি কাভার্ড ভ্যানের (রং বহনকারী ট্রাক) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাক চালক সহ ১২ জন যাত্রী আহত হয়। প্রথমে তাদের কয়েকজনকে পাটকেলঘাটার বেসরকারী ক্লিনিক ও বাকীদের সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়। এরপর সেখানে সাতজনের অবস্তা আশঙ্কাজনক হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মো শাহিনুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে পাঠায় পুলিশ। সড়ক দুর্ঘটনার বিষয়টি হাইওয়ে পুলিশ ব্যাবস্থা নিচ্ছে।
খর্নিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) ফজলুর হক জানান, দূর্ঘটনা কবলিত পরিবহন দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়ধীন রয়েছে।
(আরকে/এসপি/আগস্ট ০৫, ২০২৫)