ফরিদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা

দিলীপ চন্দ, ফরিদপুর : জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উপলক্ষে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেছে ফরিদপুর জেলা প্রশাসন।
আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফরিদপুর জেলা পরিষদের কবি জসিমউদ্দীন হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ বাকাহীদ হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল এবং জেলা সিভিল সার্জন ডাঃ মাহমুদুল হাসান। স্বাগত বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহরাব হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর শূরা সদস্য অধ্যাপক আব্দুল তাওয়াব, ফরিদপুর জেলা আমীর মাওলানা বদর উদ্দিন আহমেদ এবং জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মোঃ ফরহাদ হোসেন।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, “জুলাই গণঅভ্যুত্থান ছিল এক গৌরবময় সংগ্রাম, যেখানে ছাত্র-জনতা বুকের তাজা রক্ত দিয়ে গণতন্ত্রের দাবি জানিয়েছিল। আজ ৫ আগস্ট, স্বৈরাচার হাসিনার পতনের এক বছর পূর্ণ হলো। এই দিনে আমরা স্মরণ করছি সেই নির্মম হত্যাকাণ্ড, যেখানে আমাদের প্রিয় ছাত্র ভাইয়েরা ও সাধারণ জনতা জীবন দিয়েছেন স্বাধীনতার দাবিতে।”
তাঁরা আরও বলেন, “আমাদের প্রত্যাশা, আর কোনো স্বৈরাচার বা ফ্যাসিস্ট শক্তি যেন এই বাংলায় জন্ম নিতে না পারে। দেশের গণতন্ত্র ও নাগরিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবার, আন্দোলনের সক্রিয় যোদ্ধা, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সামাজিক-সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল শ্রদ্ধা, স্মরণ ও শপথের এক দৃপ্ত আবহ।
(ডিসি/এসপি/আগস্ট ০৫, ২০২৫)