‘গুন্ডা-হুন্ডা নির্বাচন করলে এই রক্ত দান বৃথা হয়ে যাবে’

মোঃ শান্ত, নারায়ণগঞ্জ : যেন-তেন ভাবে আবার সেই গুন্ডা-হুন্ডা নির্বাচন করলে এদেশের এই রক্ত দান বৃথা হয়ে যাবে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়েত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও অঞ্চল পরিচালক ঢাকা দক্ষিণ অঞ্চল সাইফুল আলম খান মিলন।
আজ মঙ্গলবার বিকালে ৩৬ জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূতি উপলক্ষে সমাবেশ ও গণ মিছিলের আয়োজনে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশে এসব কথা বলে তিনি।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ২ হাজারের উপরে দেশের ছাত্র-জনতাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। প্রত্যেকটি হত্যাকান্ডের তদন্ত করে বিচার করতে হবে। বিচার না হলে এদেশের শহীদের আত্মার কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। যেসকল আন্দোলনকারীরা হাত, পা, চোখ হারিয়েছে তাদের সুষ্ঠু চিকিৎসা সেবা দেয়া হয় নাই। তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এইদেশে ভিন্ন রূপে পূণরায় আবারও যেন কোনো হাসিনা আসতে না পারে তাই সংবিধান সংস্কার করতে হবে।
আরও বলেন, আজকে যারা যেন-তেন করে নির্বাচন দিয়ে ক্ষমতায় আসতে চায় তারা আবার এই দেশে স্বৈরাচার কায়েম করতে চায়। আপনারা দেখতে পারছে সারাদেশে নিরবে চাঁদাবাজি চলতাছে, হত্যা-জুলুম চলতাছে কাজেই আমাদের এর অবসান ঘটাতে হবে।
নির্বাচন নিয়ে তিনি আরো বলেন, নির্বাচনের পূর্বে সরকারকে নিশ্চিত করতে হবে একটি লেভেল প্লেয়িং এর কথা। যাতে করে এদেশের সকল দল ও ব্যক্তিরা তাদের নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। তাই আমরা সরকার ও নির্বাচন কমিশনকে বলতে চাই তারা যেন একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা তাদের করতে হবে।
উক্ত সমাবেশে কর্মপরিষদ সদস্য ও আমীর নারায়ণগঞ্জ মহানগরী মাওলানা মোঃ আবদুল জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও অঞ্চল পরিচালক ঢাকা দক্ষিণ অঞ্চল সাইফুল আলম খান মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ। এছাড়া নারায়ণগঞ্জ মহানগরীর সকল পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
৩৬ জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূতি উপলক্ষে সমাবেশ শেষে চাষাঢ়া শহীদ মিনার থেকে মিছিল শুরু করে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে ডিআইটি মসজিদের সামনে গিয়ে শেষ হয়।
(এস/এসপি/আগস্ট ০৫, ২০২৫)