স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট বাজারে মো: রফিকুল ইসলাম (৭৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পঞ্চগড় থানা পুলিশ। নিহত রফিকুল ইসলাম ঝাকুয়াপাড়া গ্রামের মৃত কালুয়ার সন্তান।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন (এএসপি) পঞ্চগড় সদর সার্কেল শইম ইমতিয়াজ। পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ হিল জামান, কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ প্রধান।

নিহত রফিকুল ইসলামরা তিন ভাই, এক ভাই সনুয়া টুনিরহাট বাজারে পানের দোকানদার, অন্য একভাই জহিরুল থাকেন রংপুরে। নিহত রফিকুল ইসলাম দীর্ঘ প্রায় ২০ বছর যাবৎ টুনিরহাট বাজারে একটি পরিত্যক্ত সমিলে জীবন যাপন করছেন। তিনি ২ ছেলে ও ৩ মেয়ের জনক। সম্প্রতি তিনি জায়গায় জমির দলিল পত্র নিয়ে ওয়ারিশের জমি উদ্ধারে বিভিন্ন জনের কাছে ঘুরাফেরা করেছে বলে ঘটনাস্থলে গিয়ে শোনা গেছে।

পুলিশের পঞ্চগড় সদর সার্কেলের এএসপি শইম ইমতিয়াজ বলেন, 'আজ মঙ্গলবার সকালে জানতে পারি টুনিরহাট বাজারে একটি পুরাতন সমিলে এক বৃদ্ধের গলাকাটা লাল পড়ে আছে। সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই। খুনের রহস্য উদঘাটনে নীবিড় তদন্ত চলছে।

(আরএআর/এসপি/আগস্ট ০৫, ২০২৫)