ধামরাই উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় র্যালি

দীপক চন্দ্র পাল, ধামরাই : ধামরাই উপজেলা বিএনপির উদ্যোগে আজ মঙ্গলবার বিকেলে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতন ও ছাত্র জনতার বিজয় উপলক্ষ্যে এক বিশাল বিজয় র্যালী বের করে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিনের নের্তৃত্বে র্যালিটি পৌর এলাকার কিষান মার্কেটের সামনে বের হয়ে এলাকার প্রধান প্রধান নড়ক প্রদক্ষিণ করে ঢাকা আরিচা মহা সড়কের থানা বাস ষ্ঠ্যান্ডে গিয়ে শেষ করে। এখানে এক পথ সখায় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন। আরো বক্তব্য রাখেন ধামরাই উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি রাকিবুর রহমান খান ফরহাদ, সাধারণ সম্পাদক মোঃ সামসুল ইসলাম, পৌর বিএনপির সহ সভাপতি আনোয়ার জাহিদ তালুকদার, সহ অনেকে বক্তব্য রাখেন।
(ডিসিপি/এসপি/আগস্ট ০৫, ২০২৫)