গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে কাপ্তাইয়ে জামায়াতের গণমিছিল

রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটি কাপ্তাইয়ে জামায়াতে ইসলামীর আয়োজনে ৩৬ জুলাই ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বর্ণাঢ্য গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শত শত নেতাকর্মীর উপস্থিতিতে দলটির এই গণজমায়েত ছিল স্মরণকালের বৃহত্তম। দাঁড়িপাল্লার স্লোগানে মুখরিত গণমিছিলে ছিল বাঁধভাঙা উচ্ছ্বাস।
আজ মঙ্গলবার বিকেলেএকটি বিশাল গণমিছিল কাপ্তাই উপজেলা সদর চত্বর থেকে শুরু করে বড়ইছড়ি বাজার প্রদক্ষিণ করে উপজেলা ফটকে এসে শেষ হয়।
গণমিছিলে উপজেলা জামায়াতের এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নুর জামালের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলার আমির হারুনুর রশিদ।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যে ঐক্যের কারণে স্বৈরাচার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, সেই ঐক্য অটুট রাখতে হবে যাতে তারা আবার ফিরে না আসতে পারে।
এসময় আরও বলেন, জুলুম বৈষম্যের বিরুদ্ধে সচেতন ছাত্র-জনতা জীবন বিলিয়ে দিয়েছে ১৬০০ র অধিক ছাত্র-জনতার জীবনের বিনিময়ে ফ্যাসিবাদমুক্ত এই স্বাধীন দেশে আর কোনো জুলুম, নব্য ফ্যাসিবাদ, দুর্নীতি ও টেন্ডারবাজী সাধারণ জনগণ মেনে নেবে না।
স্বাগত বক্তব্য রাখেন, ইসলামী ছাত্রশিবিরের চন্দ্রঘোনা শাখার সভাপতি শাহাদাত হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলার নায়েবে আমীর মাওলানা লোকমান হোসেন,
জামায়াতের উপজেলা সেক্রেটারি সিরাজুল ইসলাম, চন্দ্রঘোনা সেক্রেটারি মাওলানা কামরুল হাসান, জামায়াত নেতা সফিকুল আলম, আমীর হোসাইন, চন্দ্রঘোনা জামায়াতের আবু তাহের, শ্রমিক কল্যাণ সভাপতি সোলায়মান, কাপ্তাই ছাত্রশিবিরের সভাপতি সৈয়দ মোঃ তানভির প্রমূখ।
(আরএম/এসপি/আগস্ট ০৫, ২০২৫)