একে আজাদ, রাজবাড়ী : জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে রাজবাড়ীর পাংশায় জামায়াতে ইসলামী আয়োজিত গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে মিছিলটি পাংশা পৌরসভার সামনে থেকে থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।পাংশা উপজেলা জামায়াত আয়োজিত এই গণমিছিলে কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মিছিল শেষে পাংশা পৌর জামায়াতে ইসলামীর আমীর কাজী ফরহাদ জামিলের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো: আমজাদ হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারির মো: হারুন-আর-রশিদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো: সুলতানা মাহমুদ,নায়েবে আমীর ডা: আবুল কালাম আজাদ, পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি খন্দকার আব্দুল হালিম, সহ-সেক্রেটারি মো: ইনামুল হক,নামেবে আমীর মো: মঞ্জুর রহমান,উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারি মো:নাঈম ইসলাম ও পৌর সেক্রেটারি মো: শাওন সরদার বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, আমরা এমন একটি সমাজ চাই, যেখানে মানুষ মানুষের জন্য কাজ করবে। আমাদের দ্বিতীয় স্বাধীনতায় যারা শহীদ হয়েছেন, তাদের জন্য আমরা কথা বলতে পারছি। আল্লাহ যেন তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আর যারা আহত হয়েছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করি।

(একে/এসপি/আগস্ট ০৫, ২০২৫)