গৌরনদীতে বিএনপির সমাবেশে আগৈলঝাড়া বিএনপি নেতার মৃত্যু
-News-Photo-File-2-(3).jpg)
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশাল জেলার গৌরনদীতে হিটস্ট্রোকে মিরাজ ফকির (৪৮) নামের এক বিএনপির নেতার মৃত্যু হয়েছে। শেখ হাসিনার পতনের বর্ষবর্তী উপলক্ষে মঙ্গলবার দুপুরে (৫আগস্ট) গৌরনদী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিএনপির চেয়ারপারর্সনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের সমর্থনে অুষ্ঠিত সমাবেশে এই দুর্ঘটনা ঘটে। নিহত মিরাজ ফকির পশ্চিম বাকাল গ্রামের মৃত মহব্বতআলী ফকিরের ছেলে।
তিনি বাকাল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ও রাজিহার মাধ্যমিক বিদ্যালয়েল করনীক পদে কর্মরত ছিলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ফ্যাসিসমুক্ত বর্ষপূর্তি উপলক্ষে গৌরনদী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দুপুর সাড়ে ১২টার দিকে প্রধান অতিথি বক্তব্য চলাকালে মিরাজ ফকির মাঠের মধ্যে অসুস্থ্য হয়ে পরেন। এ সময় উপস্থিত নেতা-কর্মীরা মিরাজ ফকিরকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহম্মেদ ইত্তেখার মনিম তাকে মৃতু ঘোষনা করেন।
মেডিকেল অফিসার আহম্মেদ ইত্তেখার মনিম বলেল, এই ধরনের রোগী সাধারনত হিটস্ট্রোক অথবা স্টোক করে মারা যায়। শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাতে নিহতের বাকাল গ্রামের বাড়িতে ছুটে যান বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক এমপি জহির উদ্দিন স্বপন। বিএনপির নেতার মৃত্যুতে তিনি গভীর শোক প্রকাশ করেন।
মঙ্গরবার রাতে বাকার গ্রামের পারিবারিক গোরস্থানে নিহত মিরাজের জানাজা শেষে লাশ দাফন করা হবে বওে জানিয়েছ তার পরিবার।
(টিবি/এএস/আগস্ট ০৫, ২০২৫)