মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে জুলাই গণ-অভ্যুত্থানের ৫ আগস্ট  আওয়ামী ফ্যাসিবাদের পতন ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে উপজেলা সদরে বিজয় র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৫ আগস্ট সকালে উপজেলা বিএনপির আয়োজনে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের উপস্থিতিতে আমিনুর রহমান কলেজ মাঠ থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, ট্রাফিক চত্বরে সমাবেশ স্থানে এসে যোগ দেয়।

উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ আক্তার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবু মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আমিনুর রহমান খাঁন পিকুল, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব, মোঃ আখতারুজ্জামান, অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান। উপজেলা বিএনপির দুই গ্রুপ আলাদা আলদা ভাবে বিজয় বর্ষপূর্তি পালন করে।অপর গ্রুপ বিজয় র‍্যালি শেষে শহীদ আহাদ চত্বরে সমাবেশ করে।

উপজেলা বিএনপির সাবেক আহবায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, মাগুরা জর্জ কোর্টের শিশু ও মহিলা বিষয়ক পিপি অ্যাডভোকেট মনিরুল ইসলাম মুকুল, সাবেক যুগ্ম-আহবায়ক শরিফুজ্জামান টুকু, মহিদুল ইসলাম, জেলা যুবদলের সদস্য, মোঃ রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক তরিকুল ইসলাম তারা,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুজ্জামান মিল্টন প্রমুখ।

(বিএসআর/এএস/আগস্ট ০৬, ২০২৫)