প্রেসক্লাব মহম্মদপুরে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে দোয়া অনুষ্ঠান

মহম্মদপুর প্রতিনিধি : জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে গণঅর্ভুত্থানের গল্প বলি, পুরষ্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠান প্রেসক্লাব মহম্মদপুরে অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি মোঃ আজিজুর রহমান টুটুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, সাবেক সদস্য সচিব মোঃ আক্তারুজ্জামান, উপজেলা জামায়াতের আমির মোঃ নুর আহমেদ, সমাজসেবক মোঃ জিয়াউল হক বাচ্চু প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনে অংশ নেয়া শহীদ এবং আহতদের পরিবারের সদস্য ও উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়। পরে গণঅর্ভুত্থানের গল্প বলি প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মধ্য থেকে সেরা ৩ জন জুলাই যোদ্ধার মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মহম্মদপুর উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মোঃ মাহামুদুল হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাব মহম্মদপুরের সিনিয়র সাংবাদিক এস.আর.এ হান্নান।
(বিএস/এসপি/আগস্ট ০৬, ২০২৫)