শ্রীনগর প্রতিনিধি : শ্রীনগরে বিএনপির উদ্যোগে ৫ আগস্টের বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা শ্রীনগর স্টেডিয়াম এসে উপস্থিত হয়।

পরে বিজয় র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভাগ্যকূল রোডের জমজম টাওয়ারের সামনে এসে শেষ হয়। র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও মুন্সীগঞ্জ ০১ আসনের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধা। বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খাঁন শামীম, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হাফিজুল ইসলাম খাঁন, সাবেক সাধারন সম্পাদক আবুল কালাম কানন,
সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন মোড়ল প্রমুখ।

এছাড়া বিএনপির বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ এসময় উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন মৃধা জেমস, যুগ্ম আহবায়ক রাজু আহমেদ, সদস্য সচিব মামুনুর রশীদ মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিকদল, জাসাস, ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(এআই/এসপি/আগস্ট ০৬, ২০২৫)