রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন শরবতখালী এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর দুই সহযোগীকে অস্ত্র ও গুলি সহ আটক করেছে কোস্ট গার্ড।

আটককৃতরা হলেন- খুলনার পাইকগাছা উপজেলার মো. বাদশা গাজী (৪৫) ও মেহেদী হাসান (২৭)। তারা দীর্ঘদিন ধরে আসাবুর ডাকাত দলের জন্য অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জাম সরবরাহ করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

বুধবার (৬ আগস্ট) সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মোংলা বেইসের একটি আভিযানিক দল শরবতখালী এলাকায় অভিযান চালায়। ডাকাত সদস্যরা পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ড আত্মসমর্পণের আহ্বান জানিয়ে ২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে ধাওয়া দিয়ে দুইজনকে আটক করা হয়।

অভিযানে ৩টি একনলা বন্দুক, ১০ রাউন্ড তাজা কার্তুজ, ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ এবং অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের ওই কর্মকর্তা। তিনি আরও জানান, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

(আরকে/এসপি/আগস্ট ০৬, ২০২৫)