রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রাম থেকে একটি জীবিত হরিণ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) বনবিভাগের সহযোগিতায় হরিণটিকে উদ্ধার করে সুন্দরবনের প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হয়।

জানা গেছে, তালবাড়িয়া গ্রামের স্থানীয়রা হরিণটিকে দেখতে পেয়ে বনবিভাগকে খবর দেন। পরে বন বিভাগের কর্মকর্তারা সেখানে গিয়ে হরিণটিকে উদ্ধার করেন। উদ্ধারকৃত হরিণটি সুন্দরবন থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে চলে গিয়েছিল।

সাতক্ষীরা রেঞ্জ এর সহকারী রেঞ্জ কর্মকর্তা এবিএম হাবিবুল ইসলাম জানায়, ধারণা করা হচ্ছে হরিণটি হিং¯্র বন্য প্রাণী বা পানির তোড়ে পথ হারিয়ে লোকালয়ে চলে আসে। তবে সৌভাগ্যক্রমে হরিণটি আহত হয়নি এবং সুস্থ অবস্থায় ছিল।

স্থানীয়রা ও বনবিভাগের তৎপরতায় হরিণটি নিরাপদে সুন্দরবনে ফিরিয়ে দেওয়া সম্ভব হওয়ায় প্রশংসা করছেন পরিবেশবাদীরা।

এ বিষয়ে বনবিভাগের পক্ষ থেকে বন্যপ্রাণী রক্ষায় সবাইকে সচেতন থাকার এবং কোনো বন্যপ্রাণী দেখতে পেলে সঙ্গে সঙ্গে স্থানীয় বন অফিসে জানাতে অনুরোধ জানানো হয়েছে।

(আরকে/এসপি/আগস্ট ০৬, ২০২৫)