সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাট সদর উপজেলা ভূমি অফিসে চাঁদা দাবির অভিযোগে তিন ভুয়া সাংবাদিককে আটক হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) এস. এম. নুরুন্নবী এসব ভুয়া সাংবাদিককে আটক করে থানায় হস্তান্তর করেন।

আটক, মো. নাসির সরদার দৈনিক রূপবানী পত্রিকার স্টাফ রিপোর্টার, মনিরুজ্জামান মনি এসটিভি বাংলার ক্রাইম ও মো. মোস্তফা সিকদার রনি সাপ্তাহিক তথ্য বাণী পত্রিকার স্টাফ রিপোর্টার বলে পরিচয় দেয়। তাদের কাছ থেকে পরিচয়পত্র, ক্যামেরা ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বাগেরহাট সদরের সহকারী কমিশনার (ভূমি) এস. এম. নুররুন্নবী এতথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট সদর উপজেলা ভূমি অফিসে ঢাকা থেকে এসে চাঁদা দাবি করে তিন ভুয়া সাংবাদিক। বিষয়টি জানতে পেরে তাদের আটক করে থানায় হস্তান্তর করা হয়। ভুয়া পরিচয়ে সাংবাদিকতার নামে অপকর্মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ উল হাসান জানান, বাগেরহাট সদরের ভূমি অফিসে চাঁদা দাবির অভিযোগে তিনজন ভুয়া সাংবাদিককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হবে।

(এস/এসপি/আগস্ট ০৭, ২০২৫)