রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রবিউল ইসলাম (৪০) নামের এক কৃষক আহত হয়েছে। বুধবার রাত ৮টার দিকে সাতক্ষীরার শ্যামনগরের নূরনগর উত্তর হাজীপুর রোডের সাধুর চা দোকানের সামনে এ ঘটনা ঘটে।

আহত কৃষক শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের উত্তর হাজীপুর গ্রামের আব্দুল বারী গাজীর ছেলে।

স্থানীয়রা জানান, রবিউল ইসলামের জমি থেকে ধানে বীজপাতা চুরি হওয়ায় স্থানীয় ইউপি সদস্যের কাছে বিচার দেওয়ায় একই এলাকার আলাউদ্দিন গাজীর ছেলে আসাদ আলি (৪০), আসাদের ছেলে রানা (১৮), নুর আলী সরদারের ছেলে হান্নান (৪৩) ও তার ছেলে হাসান (১৫) রবিউলের সাথে বুধবার রাত ৮টার দিকে বাকবিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে রানা পকেট থেকে ছুরি বের করে রবিউল ইসলামের পিঠে ঢুকিয়ে দেয়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা রবিউলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির মোল্লা জানান, ছুরিকাঘাতের ঘটনায় রবিউল ইসলাম বাদি হয়ে বৃহষ্পতিবার থানায় এওকটি মামলা দায়ের করেছেন। পুলিশ দুইজনকে আটক করে কারাগারে পাঠিয়েছে।

(আরকে/এএস/আগস্ট ০৭, ২০২৫)