সাংবাদিক তুহিনের খুনিদের গ্রেফতারের দাবিতে টাঙ্গাইল প্রেসক্লাবে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে হত্যায় নিন্দা ও গভীর শোক প্রকাশ এবং এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে টাঙ্গাইল প্রেসক্লাব মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।
সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের ঘটনার পরপরই টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমদ ও সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা এক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে ঘটনার নিন্দা জ্ঞাপন ও শোক প্রকাশ করে বলেন, ফুটপাতে কারা চাঁদাবাজি করে তা সবাই জানে। এই হত্যাকাণ্ডের সাথে তাদের সম্পৃক্ততা স্পষ্ট। অবিলম্বে এদের গ্রেফতার করতে হবে এবং শাস্তি নিশ্চিত করতে হবে।
তারা আরো বলেন, গতকাল গাজীপুরেই সদর থানার কাছে আনোয়ার হোসেন নামের আরেকজন সাংবাদিকদের সাথে নির্মমতা করেছে সন্ত্রাসীরা। প্রশাসন সেই ঘটনায় দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিলে তুহিনকে এমন নৃশংসভাবে জীবন দিতে হত না।
প্রতিবাদ সমাবেশে টাঙ্গাইল প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও উপস্থিত সম্মানিত সদস্যগণ মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানান।
(এসএএম/এএস/আগস্ট ০৮, ২০২৫)