সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে দিনাজপুরে সাংবাদিক সমাজের মানববন্ধন

শাহ্ আলম শাহী, দিনাজপুর : গাজীপুরে চৌরাস্তা মোড়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা এবং সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভের উপর হামলার প্রতিবাদে দিনাজপুরে সাংবাদিক সমাজ মানববন্ধন করেছে।
শুক্রবার দুপুরে দিনাজপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে সাংবাদিকদের ওপর নির্যাতন বেড়ে যাওয়া গভীর উদ্বেগের বিষয়। গাজীপুরে ঘটে যাওয়া এই বর্বরোচিত হামলা জাতির চতুর্থ স্তম্ভের প্রতি আঘাত এবং তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
মানববন্ধনে বক্তারা দ্রুত দোষীদের সনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। দাবি পূরণ না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের প্রস্তুতি নেয়ার কথাও ঘোষণা করা হয়।
দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকশি বাচ্চু, সিনিয়র সহ সভাপতি শাহ্ আলম শাহী,সাধারণ সম্পাদক গোলাম নবী দুলালসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।
(এসএএস/এএস/আগস্ট ০৮, ২০২৫)