পঞ্চগড় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে বিজয়ী দেবীগঞ্জ

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড়ে জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ ম্যাচে দেবীগঞ্জ উপজেলা ফুটবল একাদশ ৪-১ গোলে আটোয়ারি উপজেলা ফুটবল দলকে পরাজিত করে বিজয়ী হয়েছে।
প্রথম রাউন্ডের শেষ ম্যাচে অতিথি হিসেবে গ্যালারীতে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের আহবায়ক পঞ্চগড় জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)সুমন চন্দ্র দাশ।খেলার মধ্যমাঠ পরিচালনা করেন পঞ্চগড় জেলা রেফারি সমিতির সদস্য আতিকুর রহমান রাজা। সহকারি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন আসাদুজ্জামান জুয়েল ও আব্দুল্লাহ ।
উল্লেখ, ৮টি দল নিয়ে আয়োজিত পঞ্চগড় জেলা স্টেডিয়ামে পরিচালিত টুর্নামেন্ট ৫আগস্ট উদ্বোধন করেছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক মোঃ সাবেত আলী।
উদ্বোধনী ম্যাচে পঞ্চগড় সদর উপজেলা ফুটবল একাদশের কাছে ৫-২গোলে পরাজিত হয়েছে দেবীগঞ্জ পৌরসভা ফুটবল একাদশ।
৬আগস্ট অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচ নির্ধারিত সময়ে ১-১গোলে সমতা থাকায় ওইদিনের খেলা গড়ায় টাইবেকারে। এতে তেঁতুলিয়া উপজেলা ফুটবল একাদশ ৪-৩ গোলে বোদা পৌরসভা ফুটবল একাদশকে পরাজিত করে বিজয়ী হয়েছে। তৃতীয় ম্যাচে পঞ্চগড় পৌরসভাকে ২-০গোলে পরাজিত করে বিজয়ী হয়েছে বোদা উপজেলা ফুটবল একাডেমি।।টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১০ আগস্ট, ওইদিন পরস্পর মোকাবেলা করবে পঞ্চগড় উপজেলা ফুটবল একাদশ বনাম তেঁতুলিয়া উপজেলা ফুটবল একদশ।
দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১২ আগস্ট, সেই ম্যাচে মুখোমুখি হবে বোদা উপজেলা ফুটবল একাডেমি বনাম দেবীগঞ্জ উপজেলা ফুটবল একাদশ ।ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬ আগস্ট।
(এআর/এএস/আগস্ট ০৮, ২০২৫)