রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা হতে আনুমানিক চার লক্ষ ২৬ হাজার টাকা মূল্যমানের ১৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মো. রমজান মোল্লা (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০ (সিপিসি-৩) এর একটি অভিযানিক দল।

শুক্রবার (৮ আগস্ট) সকাল আনুমানিক পৌনে দশটার দিকে ভাঙ্গা টোল প্লাজার পশ্চিম পাশের এক্সপ্রেসওয়ে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (৮ আগস্ট) বিকাল পাঁচটার দিকে দিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর অধিনায়কের পক্ষে, সংস্থাটির মিডিয়া বিভাগের সহকারি পরিচালক ও সিনিয়র সহকারি পুলিশ সুপার তাপস কর্মকার উত্তরাধিকার ৭১ নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তাপস কর্মকার জানান, র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ভাঙ্গা টোল প্লাজার পশ্চিম পাশের এক্সপ্রেসওয়েতে চেকপোস্ট স্থাপন করে তল্লাশী কার্যক্রম পরিচালনা করে। এসময় ঢাকা হতে গোপালগঞ্জগামী (ঢাকা মেট্রো-ব-১৫-৮৯২৫) ওয়েলকাম এক্সপ্রেস লিমিটেড এর একটি বাস হতে আনুমানিক ৪ লক্ষ ২৬ হাজার টাকা মূল্যমানের ১৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো. রমজান মোল্লা (২৮), পিতা- মোঃ মোস্তফা মোল্লা, সাং-পাখিমারা, থানা- নড়াগাতী, জেলা- নড়াইল বলে জানা যায়।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেপ্তারকৃত আসামী মো. রমজান মোল্লা (২৮) সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে বিভিন্ন কৌশল অবলম্বন করে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় বাসের যাত্রী সেজে যাত্রীবাহী বাস ব্যবহার করে মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অভিনব কায়দায় সরবরাহ করতেন। এর আগে তার বিরুদ্ধে মাদক আইনের আরও দুইটি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব-১০ এর মিডিয়া বিভাগের ওই কর্মকর্তা।

(আরআর/এএস/আগস্ট ০৮, ২০২৫)