শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার পাঁকিরাপাঁড়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বালির মাঠে ষোলঘর ইউনিয়নের  ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ কবির হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ ইউসুফের সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি এবং মুন্সীগঞ্জ ০১ আসনের সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত নেতা শেখ মোঃ আব্দুল্লাহ।

এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম খান, সহ-সভাপতি আবুল কালাম কানন, সিরজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হায়দার আলী, জেলা বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামিম, ষোলঘর ইউনিয়ন বিএনপির সভাপতি আল হাসান, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি রনি, শ্রীনগর উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন মৃধা জেমস, সদস্য সচিব মামুনুর রশিদ, যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম পার্থ, সদস্য রাজু আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সাল আহমেদ রনি, সদস্য সচিব এমদাদুল ইসলাম রজীন, উপজেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম শুভ প্রমুখ।

(এআই/এএস/আগস্ট ০৮, ২০২৫)