রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাংবাদিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থতায় পর্যবসিত হবে। এজন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে সাংবাদিকদের উপর হামলা, মামলা, নির্যাতন, নিপীড়ন ও হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে সরকার কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হলে যাবতীয় দায় দায়িত্ব রাষ্ট্রকেই নিয়ে হবে। 

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় সাতক্ষীরা নিউ মার্কেট মোড়ের শহীদ স. ম আলাউদ্দীন চত্ত্বরে আজ শনিবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সাংবাদিকদের একাংশের আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সময় টিভির মমতাজ আহমেদ বাপী, আরটিভির রামকৃষ্ণ চক্রবর্তী, দেশ টিভির শরীফুল্লাহ কায়সার সুমন, ইনডিপেনডেন্ট টিভির আবুল কাশেম, দীপ্ত টিভির রঘুনাথ খাঁ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ইমরান হোসেন (ইমু) বাংলাভিশনের মো. আসাদুজ্জামান প্রমুখ।

বক্তারা দক্ষিণাঞ্চলে হত্যাকা-ের শিকার সাংবাদিক খুলনার মানিক সাহা, যশোরের শামসুর রহমান কেবল, দৈনিক পত্রদূত সম্পাদক শহীদ স. ম আলাউদ্দীন, বেলাল হোসেনসহ অন্যান্য সাংবাদিক হত্যার ন্যয়বিচার হয়নি উল্লেখ করে বলেন, সাংবাদিকদের উপর হামলা মামলা হত্যা নির্যাতন নিপীড়ন চলছেই। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় বিশেষ ট্রাইব্যুনাল গঠণ করে বিচার দ্রুত সময়ে নিষ্পত্তি করতে হবে।

অপরদিকে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে সাতক্ষীরা প্রেসক্লাবের একাংশের উদ্যেগে শনিবার দুপুর ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে ও একই প্রতিবাদে শ্যামনগর প্রেসক্লাবের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

(আরকে/এসপি/আগস্ট ০৯, ২০২৫)