টাঙ্গাইলে মিনি স্টেডিয়াম উদ্বোধন করলেন ক্রীড়া উপদেষ্টা

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল সদর উপজেলার বাউসা এলাকায় মিনি স্টেডিয়ামের উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি আজ শনিবার দুপুরে নাটোর শহরের কানাইখালী মিনি স্টেডিয়ামের পাশাপাশি ভিডিও কনফারেন্সের মাধ্যমে টাঙ্গাইলের মিনি স্টেডিয়ামটি উদ্বোধন করেন।
এ সময় টাঙ্গাইল প্রান্তে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্যাহ আল মামুন, উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার, সহকারী কমিশনার (ভূমি), মো. মকবুল হোসেন, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহাম্মেদ, দাইন্যা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আবু সাঈদ, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানসহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
(এসএম/এসপি/আগস্ট ০৯, ২০২৫)